ভক্তি গীতির আসর

গান :এসো হে মহান, এসো পবিত্র কথা ও সুর : ফাদার সুনীল রোজারিও এসো হে মহান, এসো পবিত্র পবিত্র আত্না নেমে এসো। দাও হে শক্তি ,দাও হে শান্তি। এসো হে আত্না ,এসো হে। এসো হে প্রাণে ,এসো হে গানে ভরে দাও জীবনে তোমার সুর। এসো হে আত্না ,এসো হে পবিত্র। এসো হে মন্দিরে অন্তরে। তুমি বিরাজ এ সভায় জ্বালাও আলো প্রাণে প্রাণে এসো সমর্পিত জবিনে এসো হে ছেরে যেওনা কভু আমারে। তোমার ডাকে সারা দিয়েছে যারা ধন্য হয়েছে তাদের জীবন। মঙ্গল হোক ,পুষ্পিতস হোক। তোমারই ছোঁয়াতে সভায় আনন্দ।

 

Add new comment

4 + 12 =