ভক্তি গীতির আসর

ওরা মহা ঘুমে ঘুমিয়েছে কথা- ফাদার তপন ডি রোজারিও সুর- নিপু গাঙ্গলী ওরা মহা ঘুমে ঘুমিয়েছে, ডাকিস নে রে আর কান্না রেখে মহাযাত্রার পথ করে দে সবার।। প্রিয়জন তোর মানবেনা কোন বারণ অজুহাত। কাঁদবি তুই, সে লভিবে মহাপ্রেমিকের সাক্ষাৎ।। জীবন যেন দীন দীপের নিভু নিভু আলো। অমর টানে নিভিলে দেখবি সবই কালো।। পথ কভু না হারায় যেন ডাক প্রভু দয়াময়ে। তার দয়ায় পায় চির সুখ অসীমের দোবালয়ে।।

Add new comment

19 + 0 =