ভক্তিগীতির আসর

কথা ও সুর- ম্যাক্সওয়েল

 

 

এই সুন্দর লগ্নে নব সাজে ধরণী

বলে তোমায় নমি নমি নমি।।

 

আকাশে বাতাসে কি মধুর সুর

শুনি বনে বনে নাচে দেখ মেঘ ময়ূরী

আর ঝর্ণা ধারায় মিশে নদীতে এসে।।

 

মানুষ মানুষে কি নিবিড় বন্ধনী

ছোট বড় ভুলে গিয়ে, মিলেছে যে আজি

আজ সবার প্রাণে বাজে তোমার জয় ধ্বনি।

Add new comment

7 + 0 =