ভক্তিগীতি

যুগে যুগে ধন্যা তুমি তুমি সবার মা, মাগে, তুমি অামার মা। বিশ্ব ভুবনে আনো মা শান্তি, দূর কর মা হতাশা ক্লান্তি। তোমার স্নেহের পরশ বুলিয়ে শান্ত করো এ ধরা।

তোমার প্রেমের অমর বাণী তাই যেন মা শাশ্বত জানি তোমার মোহন মূরতি হেরে কেটে যাক মোহ জরা।

তোমার কোমল ভালবাসা সুপ্ত প্রাণে জাগায় আশা। দুঃখ বেদনা দূর করো মা নির্মল করো এ ধরা।

 

 

পরিবেশনায় সিষ্টার গ্রেসী গমেজ ও সিষ্টার মারীয়া রোজারিও আর এন ডি এম। তবলা সহযোগীতায় রতন দাস।

Add new comment

11 + 1 =