প্রাজ্ঞবচনঃ বাইবেলের আলোয় মাদার টেরেসা

১৯৭০সাল। এক খর্বাকৃতি শীর্ণকায়া সিস্টার কুষ্ঠ রোগীর ক্ষত পরিষ্কার করছিলেন ক্ষত থেকে বের হচ্ছিল রক্ত ও পুঁজ সাথে দুর্গন্ধ  দামী স্যুট পরিহিত জনৈক ব্যক্তি সেখানে দাঁড়াতে পারলেন না।তিনি হতবাক হয়ে দেখলেন সেই সিস্টার পরম মমতায়, মুখে হাসি নিয়ে রোগীর ক্ষতস্থানগুলি বেঁধে  দিচ্ছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ক্ষত আর যন্ত্রণা নিয়ে কুষ্ঠ রোগীটি, সেই হাসি ফেরত দিতে আপ্রাণ চেষ্টা করে চলেছে। সিস্টার আর কেউ নয়,তিনি মাদার টেরিজা।

আর ব্যক্তিটি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এর টিভি প্রযোজক ম্যালকম ম্যাগারিজ। যিনি এই ঘটনার উপর অনুপ্রাণিত হয়ে "সামথিং বিউটিফুল ফর গড "নামক বইটি ১৯৭১খ্রিস্টাব্দে লিখেছেন।

ম্যালকম মাদারকে বললেন 'মাদার যদি আপনি এক লাখ ডলার দেন আমি কখনই এই লোকটিকে ছোঁব না।

মা টেরিজা তাকে বললেন,'ঠিক, আর আপনি আমায় ১০ লাখ ডলার দিলেও এই লোকটিকে আমি ছুুঁতে পারব না'

'তাহলে মাদার কিসের জন্য এই সেবা-যত্ন করছেন, একেবারে এমনি?'
মাদার তাকে শান্তভাবে বললেন 'না কোন অর্থের বিনিময়ে নয়, ঈশ্বরকে ভালোবাসার জন্যই আমি এই কাজ করি। যীশুর কষ্ট এই লোকটির মধ্যে আমি দেখতে পাই।এ যে ঈশ্বরের সন্তান, আমার ভাই, এর মর্যাদা আছে এর অধিকার আছে ভালোবাসা পাওয়ার'
এই ছিল মাদার টেরিজার মনোভাব যা তাকে উত্তীর্ণ করেছে সাধারণ থেকে অসাধারণত্বে।
তিনি বলতেন 'আমি প্রতিটি মানুষের মধ্যে যীশুকে দেখি, ক্ষুদার্থ যীশুকে অন্ন দিই,রোগার্ত  যীশুর সেবা করি।বিবস্ত্র যীশুকে কাপড় পরাই। গৃহঋণ যীশুকে আশ্রয় দেওয়ার চেষ্টা করি'।

মতি রচিত মঙ্গল সমাচারে ২৫ অধ্যায়ে ৩৫ থেকে ৪০ পদে যীশু বলেছেন "আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমায় খেতে দিলে, আমার তৃষ্ণা পেয়েছিল তোমরা আমায় জল দিলে, আমার আশ্রয় ছিল না তোমরা আমায় আশ্রয় দিয়েছো, আমার পরার কাপড় ছিলনা তোমরা কাপড় পরিয়ে দিলে,আমি অসুস্থ হয়ে পড়লাম তোমরা আমার সেবা করলে, আমার এই দীন-দরিদ্র ভাই মানুষদের একজনের জন্য তোমরা যা কিছু করেছো তা আমার জন্যই করেছো"

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েভ সাইট ।

Add new comment

7 + 7 =