Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
পবিত্র বাইবেল হতে পাঠ
Monday, September 27, 2021
আমাদের কাছে 'শ্রেষ্ঠ মানুষ' বলতে কোন ব্যক্তির টাকা পয়সা, মান-সম্মান, শিক্ষা-দীক্ষার ওপর বিচার করে দেওয়া হয়। তবে ঈশ্বরের কাছে এই সবকিছুই মূল্যহীন। কারণ, যীশু বলেছিলেন 'তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট, সেই শ্রেষ্ঠ৷’ তাই আসুন আমরা নিজেদেরকে সঠিক অর্থে 'শ্রেষ্ঠ মানুষ' রূপে গড়ে উঠতে সচেষ্ট হই। ঠিক যেমন যীশু আমাদের শিখিয়েছিলেন।
Add new comment