পবিত্র বাইবেল হতে পাঠ

পর‌মেশ্বর‌কে প্রসন্ন করার জন্য তোমা‌দের যে কী ভা‌বে জীবন কাটা‌নো উ‌চিত, তোমরা তো আমা‌দের কাছ থে‌কে সেই শিক্ষা পে‌য়েছ আর সেই  ভা‌বেই  তো জীবন যাপনও করছ। তবুও তোমা‌দের কা‌ছে আমরা প্রভু যীশুর না‌মে অনু‌রোধ জানা‌চ্ছি, একান্ত আবেদন জা‌নি‌য়েই  বল‌ছি, তোমরা এই  প‌থে এগি‌য়ে চলো ।

Add new comment

6 + 6 =