পবিত্র বাইবেল হতে পাঠ

প্রভু যীশুখ্রীষ্টের প্রকৃত শিষ্য হতে গেলে তার প্রত্যেকটি বাক্যের যথার্থ অর্থ অনুধাবন ক'রে আমরা যদি আমাদের বাস্তব জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি তবেই প্রকৃত পক্ষে ঈশ্বরকে লাভ করা সম্ভবপর হবে। আজকের পাঠটি নেওয়া হয়েছে মথি রচিত মঙ্গল সমাচার ২৩: ১৩-২২ পদ থেকে, পাঠ করছেন শ্রদ্ধেয় ফাদার ফ্রান্সিস মুকুল মন্ডল (ফাতিমা প্যারিস, কলকাতা) সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর নিত্য বর্ষিত হোক।

Add new comment

1 + 0 =