পবিত্র বাইবেল হতে পাঠ

জীবনে আমরা জাগতিক বিষয় নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ঈশ্বরকে পাওয়ার সহজ পথ হারিয়ে ফেলে, জাগতিক জিনিস আমাদের সাময়িকভাবে আনন্দ দিলেও তা শুধুমাত্র ক্ষণিকের জন্যই হয়। তাই আসুন শাশ্বত জীবন লাভের পথে আমরা এগিয়ে চলি। গণনা পুস্তক১১:৪-১৫ পদ পাঠ করছেন শ্রদ্ধেয় ব্রাদার ই. সেতু এস. জে.। প্রভুর সুসমাচার প্রচার করতে আমাদের সহযোগী হয়ে উঠুন। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি টেরেজা রোজারিও। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর নিত্য বর্ষিত হোক।

Add new comment

5 + 5 =