পবিত্র বাইবেল হতে পাঠ

 

মথি রচিত মঙ্গল সমাচার ১৩ অধ্যায় ৩১ থেকে ৩৫ পদে আমরা দেখেছি যে, প্রভু যীশু বিভিন্ন উপমা কাহিনীর মধ্যে দিয়ে বলছেন যে, সামান্য সর্ষে বীজের মতন বিশ্বাসের মধ্যে দিয়েও স্বর্গরাজ্য লাভ করা সম্ভব। আসুন আমাদের নিজেদের মনের মধ্যে সেই সর্ষে বীজের সমান বিশ্বাস বপন করি। পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন ব্রাদার রাকেশ মন্ডল এস. জে.। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনায় আপনাদের সাথে রয়েছে আমি তেরেজা রোজারিও।

Add new comment

14 + 3 =