পবিত্র বাইবেল হতে পাঠ

ঈশ্বরকে পাওয়ার একমাত্র উপায় হল মনের সমস্ত দ্বন্দ্ব ভুলে আমরা যেন প্রায়শ্চিত্ত করি কারণ, প্রায়শ্চিত্তের মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের আদর্শ সন্তান হয়ে উঠতে পারব। তার জন্য কোনো অলৌকিক নিদর্শনের প্রয়োজন হয় না, বিশ্বাসের মধ্যে দিয়েই ঈশ্বরকে পাওয়া সম্ভব। মথি রচিত মঙ্গল সমাচার ১২:৩৮-৪২ পদ পাঠ করছেন শ্রদ্ধেয় ফাদার শ্যামল মাখাল এস. জে.। প্রভুর সুসমাচার প্রচার করতে আমাদের সহযোগী হয়ে উঠুন। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি টেরেজা রোজারিও। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর নিত্য বর্ষিত হোক।

Add new comment

16 + 2 =