পবিত্র বাইবেল হতে পাঠ

 তোমরা যে পর‌মেশ্ব‌রের আহুতজন, সেই  কথা ম‌নে রে‌খে  একবার ভে‌বে দেখ তো, ভাইঃ তোমা‌দের মধ্য‌ে অল্প লোকই তো সাংসা‌রিক অর্থে জ্ঞানী, অল্প লোকই ক্ষমতাবান, অল্প লোকই উচ্চবংশীয়। কিন্তু সংসা‌রের চো‌খে যা মূর্খ পর‌মেশ্বর তাই  ম‌নোনীত ক‌রে‌ছেন জ্ঞানী‌দের লজ্জা দেবার জন্য। সংসা‌রের চো‌খে যা দুবর্ল, পর‌মেশ্বর তাই  ম‌নোনীত ক‌রে‌ছেন, যা শ‌ক্তিশালী, তা‌কে লজ্জা দেবার জন্য। এবং সংসা‌রের চো‌খে যা হীন, যা অবজ্ঞাত, যার কোন প্র‌তিষ্ঠাই নেই, পর‌মেশ্বর তাই  ম‌নোনীত ক‌রে‌ছেন, যা প্র‌তি‌ষ্ঠিত, তা নস্যাৎ ক'‌রে দেবার জন্যে। কারণ তি‌নি চে‌য়ে‌ছেন, কোন মর্ত মানুষই তাঁর সাম‌নে গর্ব কর‌তে পার‌বে না। তোমরা তাঁরই অনুগ্র‌হে খ্রীষ্ট যীশুর স‌ঙ্গে মি‌লিত হ‌য়ে আছ। পর‌মেশ্ব‌রের বিধা‌নে তি‌নিই  হ‌য়ে উ‌ঠে‌ছেন আমা‌দের প্রজ্ঞা ও ধা‌মির্কতা; তাঁরই জন্য‌ে আমরা লাভ ক‌রি প‌বিএতা, লাভ ক‌রি ম‌ু‌ক্তি। তাই "‌যে গর্ব কর‌তে চায়, সে প্রভু‌কে নি‌য়ে গর্ব করুক । 

 

Add new comment

1 + 5 =