পবিত্র বাইবেল হতে পাঠ

প‌বিত্র বাই‌বে‌লের আজ‌কের পাঠ আমা‌দের শেখায় যে, মহান ঈশ্বর‌কে ভালবাস‌তে হ‌লে এবং তাঁর দেখান পথ অনুসরণ কর‌তে হ‌লে আমা‌দের সমস্ত রকম জাগ‌তিক মোহ মায়া ত্যাগ কর‌তে হ‌বে। কারণ ঈশ্বর সব কিছুর উর্দ্ধে। আজ‌কে পাঠ‌টি নেওয়া হ‌য়ে‌ছে সাধু ম‌থি র‌চিত মঙ্গলসমাচার থে‌কে, ৮:১৮-২২পদ। পাঠ কর‌ছেন শ্র‌দ্ধেয় ফাদার মুকুল মন্ডল, ফা‌তিমা প্যা‌রিস, কলকাতা। সমগ্র অনুষ্ঠান‌টি প‌রি‌বেশনায় আপনা‌দের সা‌থে র‌য়ে‌ছি আমি তে‌রেজা রোজা‌রিও।

Add new comment

4 + 0 =