পবিত্র বাইবেল হতে পাঠ

যীশু আমা‌দের শি‌খি‌য়ে‌ছি‌লেন যে চো‌খের বদ‌লে চোখ আর দাঁ‌তের বদ‌লে দাঁত নয়, মানুষ‌কে ভালবাস‌তে হ‌বে হৃদ‌য়ের গভীর থে‌কে। কারণ প্র‌তি‌শোধ আমা‌দের জীব‌নকে অন্ধকারাচ্ছন্ন ক‌রে তো‌লে অন্য‌দি‌কে, ভালবাসা আমা‌দের প‌রিপূর্ণ ক‌রে তো‌লে। তাই আসুন আর প্র‌তি‌শোধ নয় বরং একে অন্য‌কে ভালবাস‌তে শি‌খি। আজ‌কে পাঠ‌টি নেওয়া হ‌য়ে‌ছে সাধু ম‌থি র‌চিত মঙ্গলসমাচার থে‌কে, ৫:৩৮-৪২পদ। পাঠ কর‌ছেন ব্রাদার ভিক্টর জো‌জো এস. জে. এবং ক্যা‌মেরায় র‌য়ে‌ছেন ব্রাদার এলিয় দাস সেতু এস. জে। সমগ্র অনুষ্ঠান‌টি প‌রি‌বেশনায় আপনা‌দের সা‌থে র‌য়ে‌ছি আমি তে‌রেজা রোজা‌রিও।

Add new comment

1 + 8 =