পবিত্র বাইবেল পাঠ ও অনুধ্যান

আজ ভস্ম বুধবার। খৃষ্ট মন্ডলী আজ থেকে শুরু করছে তপস‍্যা কাল। ৪০ দিন ব‍্যাপী এই তপস‍্যা কালে প্রতেক বিশ্বাসী মানুষ প্রার্থনা,উপবাস বা আত্মসংযম ও দানের মাধ্যমে এবং নিজের পাপের অনুশোচনায় মন পরিবর্তন করে প্রভুর কাছে ফিরে আসে। পবিত্র বাইবেলের মথি রচিত মঙ্গল সমাচারের ৬ অধ্যায় ১থেকে ৬ ও ১৬ থেকে ১৮ পদ পাঠ ও তার ব্যাখ্যা করছেন ফাদার সৌমিত্র মাখাল।আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভাল লাগে তবে অবশ্যই শেয়ার, লাইক ও আপনার মুল্যবান কমেন্ট দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

Add new comment

7 + 6 =