Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
পবিত্র বাইবেল পাঠ ও অনুধ্যান
Tuesday, April 28, 2020
যীশু উওর দিলেন, “আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, মোশী কিন্তু স্বর্গের সেই রুটি তোমাদের দেননি; আমার পিতাই এখন স্বর্গের সেই রুটি, সেই সত্যিকার রুটি তোমাদের দান করেছেন।”
যীশু নিজেই সেই পরম জীবন-অন্ন । যীশু উওর দিলেন, “আমিই সেই জীবন-রুটি। যে আমার কাছে আসে, সে কখনো ক্ষুর্ধাত হবে না; আমাকে যে বিশ্বাস করে, সে কখনো তৃষ্ণার্ত হবে না।”
Add new comment