দিনের অনুধ্যান

অনুধ্যান: আব্রাহা‌মের মধ্য দি‌য়ে ধী‌রে ধী‌রে মানবজা‌তির স‌ঙ্গে চিরন্তন স‌ন্ধির দি‌কে প্র‌বেশ ক‌রেন। আমরাও এই, সন্ধি‌তে প্র‌বেশ ক‌রি যখন যীশুর জীবনদায়ী  বাণী শিক্ষা গ্রহন ক‌রি। ইহুদীরা হাসত যীশু যখন অনন্ত জীব‌নের কথা বল‌তেন; আব্রাহাম মারা গেল, প্রবক্তাগণ মারা গে‌লেন, অনন্ত জীবন আবার কি? আথা‌নিয়রা পল‌কে বোকা বলত যখন আব্রাহাম যীশুর পুনরুত্থা‌নের কথা বল‌তেন। যীশু‌কে নি‌য়ে তারা  দু‌র্বিপা‌কে প‌ড়ে‌ছিল । এমন কি বতর্মা‌নেও দেখা যায় যে যারা যীশুর প‌থে চ‌লে, যীশুর নী‌তি‌তে চ‌লে, যীশুই যে তা‌দের জীব‌নের প্রাণময় শ‌ক্তি, তখন আধু‌নিককা‌লের অনেক বাবুরাই অট্টহা‌সি দেয়, তামাশা ক‌রে, কারণ তারা (‌বিশ্বাসীরা) জগ‌তের জোয়া‌রে গা ভা‌সি‌য়ে দেয় না, তা‌দের সা‌থে তাল মেলায় না। তবু, এটা সত্য যে, খ্রীষ্টীয় বিশ্বাস পু‌রোটাই যীশুর পুনরুত্থা‌নের উপর স্থিতমূল এবং আমরা বিশ্বাস ক‌রি য়ে আমরাও পুনরুত্থান করব। ত‌বে শর্ত হল, আমা‌দের তার (যীশুর) শিক্ষা মান‌তে হবে।

আমরা যীশুর দ্বারা চিরন্তন স‌ন্ধির মানুষ হই । যীশুর স‌ঙ্গে আমা‌দের সম্পর্ক, মিলন নবায়ন ক‌রি।

না জে‌নে, না শু‌নে, না বু‌ঝে কা‌রো সম্প‌র্কে যেন বিচার না ক‌রি।

কা‌রো উপর বা  কা‌রোর জীবন‌কে নি‌য়ে অপ-প্রচার না ক‌রি, যেমন ক‌রে‌ছিল  ইহুদীরা যীশু‌কে নি‌য়ে।  ইহুদীরা যীশু‌কে নি‌য়ে বেশ বড় ঝা‌মেলাই প‌ড়ে‌ছিল।

আসুন, যীশু ও তার জীবন অনুসরণ ক‌রে, তারই ব্যাক্তি‌ত্বে  জীবনযাপন ও তা‌কে প্রচার ক‌রে আমরা সবার কা‌ছে পুনরু‌ত্থিত যীশু‌কেই প্রচার  ক‌রি।

ফাদার প্য‌ট্রিক গ‌মেজ,

Add new comment

1 + 0 =